২০টি টিকিটের সবগুলোতেই পুরস্কার, মিলল ৮৫ লাখ টাকা
ধনী হওয়ার স্বপ্ন দেখেন না, এমন লোক কার্যত বিরল। লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন, এমন লোকও রয়েছেন। কিন্তু তাই বলে একসঙ্গে ২০টি লটারি জেতার কথা কি কেউ শুনেছেন! হ্যাঁ, এমনটি বাস্তবেই ঘটেছে।
আশ্চর্যজনক হলেও এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এক ব্যক্তির কপাল এমনই খুলল যে তিনি একটি-আধটি নয়, একসঙ্গে পুরো ২০টি লটারিই জিতলেন। এই ২০টি লটারি জিতে ওই ব্যক্তিপুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ লাখ টাকা।
রোববার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড ও টাইমস নাউ।
সংবাদমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা উইলিয়াম নিওয়েল সম্প্রতি ‘ভার্জিনিয়া লটারি’র ২০টি টিকিট কেনেন। লটারির মোট পুরস্কার মূল্য ছিল ১ লাখ ডলার। এরপর ফলপ্রকাশের সময় দেখা যায়, সব ক’টি টিকিটেই পুরস্কার জিতেছেন তিনি। অর্থাৎ সব মিলিয়ে পেয়েছেন ১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ লাখ টাকা।
কীভাবে একসঙ্গে এতো পুরস্কার পেলেন তা যেন এখনও বুঝে উঠতে পারছেন না ওই যুবক। তবে এর আগে বার বার লটারির টিকিট কাটলেও এবারের ব্যাপারটি একটি জায়গায় আলাদা ছিল। কী সেটা? আসলে বাড়ির কাছের একটি দোকান থেকেই এতদিন লটারির টিকিট কেটে এসেছেন তিনি। এবারই প্রথমবারের মতো নিয়মে বদল করেছিলেন ওই যুবক। গত ২৩ অক্টোবর জীবনে প্রথমবার বাড়ি বসে অনলাইনেই লটারির টিকিট কেটেছিলেন উইলিয়াম। আর তাতেই খুলে গেল কপাল।
লটারি বিজয়ী উইলিয়াম নিওয়েল বলেছেন, একটা দারুণ অনুভূতি হচ্ছে। এতে কোনো সন্দেহই নেই। লটারিতে প্রাপ্ত অর্থ কীভাবে ব্যয় করবেন, সে বিষয়ে এখনও কোনো পরিকল্পনা করেননি।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, পিক ফোর ড্রয়িং-এর জন্য একই ধরনের ২০টি লটারির টিকিট কেটেছিলেন নিওয়েল। লটারি বিজয়ী সংখ্যার সঙ্গে তার টিকিটের নম্বর মেলাতে গিয়ে প্রথমটা বিশ্বাসই করতে পারছিলেন না নিওয়েল। বার বার মিলিয়ে দেখেন।
একপর্যায়ে দেখতে পান, তার টিকিটগুলোর সঙ্গে নম্বর মিলে গেছে। তিনি ৫-৪-১-১ নম্বর বেছে নিয়েছিলেন। মেলাতে গিয়ে দেখলেন, তার টিকিটের নম্বর হুবহু মিলে গিয়েছে। আর তিনি পেতে চলেছেন ১ লাখ ডলারের পুরস্কার।
তবে এমন বিচিত্র ঘটনা বিরল হলেও একেবারে অসম্ভব নয়। বছরখানেক এমন ঘটনাই ঘটেছিল আরও এক ব্যক্তির সঙ্গে। আশ্চর্যজনক ভাবে তিনি মার্কিন অঙ্গরাজ্য ভার্জিনিয়ারই বাসিন্দা। তিনি অবশ্য ২০টি নয়, একেবারে ২৫টি টিকিট কেটেছিলেন। আর সেই সব ক’টি টিকিটেই বাজিমাত করে তাক লাগিয়ে দিয়েছিলেন।
টিএম