যুক্তরাষ্ট্রে ৫-১১ বছর বয়সীদের টিকা দেওয়ার সুপারিশ
করোনাভাইরাস মহামারি প্রতিরোধে যুক্তরাষ্ট্রে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) বিশেষজ্ঞরা এই সুপারিশ করেন।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি। এফডিএ’র বিশেষজ্ঞদের সুপারিশের পর এখন কয়েক সপ্তাহের ভেতরে ৫ থেকে ১১ বছর বয়সীদের শরীরে জরুরি ব্যবহারের অনুমোদন পেতে পারে টিকাটি।
এর আগে গত সেপ্টেম্বরে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য তাদের টিকা নিরাপদ বলে পরীক্ষায় দেখা গেছে। এছাড়া এই টিকা শিশুদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বলেও সেসময় জানিয়েছিল সংস্থাটি।
যুক্তরাষ্ট্রে বর্তমানে ১২ বছর থেকে শুরু করে এর বেশি বয়সীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তবে এফডিএ’র বিশেষজ্ঞদের সুপারিশের পর এখন দেশটির প্রায় দুই কোটি ৮০ লাখ শিশু নতুন করে ফাইজারের টিকার আওতায় আসবে।
বিবিসি জানিয়েছে, এফডিএ’র বিশেষজ্ঞদের সুপারিশের পর শিশুদের টিকা দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-র চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। এই অনুমোদন আগামী ২ নভেম্বরের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আর তেমনটি হলে ঠিক পরের দিন থেকে দেশটিতে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকার আওতায় আনা যাবে। এফডিএ’র বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা প্রয়োগে নানাবিধ ঝুঁকি ও পাশ্বপ্রতিক্রিয়ার তুলনায় উপকারিতা বেশি।
বিশ্বের বিভিন্ন দেশে ১২ বছরের ঊর্ধ্বের শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজার এবং মডার্নার করোনা টিকার প্রয়োগ চলছে। যদিও শিশুদের জন্য কোভিডকে তেমন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় না। তারপরও করোনার অতিসংক্রামক ধরন ডেল্টা শিশুদের জন্য গুরুতর হতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।
টিএম