টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ নয়: অমিত শাহ
ভারতের করোনা টিকার কার্যকারিতা নিয়ে যারা মনগড়া তথ্য ছড়াচ্ছেন, তাদের কড়া সমালোচনা করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীকে শঙ্কামুক্তভাবে টিকা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার আসাম রাজ্যের প্রাদেশিক রাজধানী গৌহাটিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স) অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ‘কিছু লোক টিকাদান কর্মসূচি নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। এ নিয়ে ভিন্ন মঞ্চে লড়াই হোক। কিন্তু আপনারা কেনো জনস্বাস্থ্য নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি করছেন? কেনো রাজনীতি করছেন?’
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘ভারতীয় বিজ্ঞানীরা করোনার যে টিকা তৈরি করেছেন তা সম্পূর্ণ নিরাপদ। টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ করবেন না। ইতোমধ্যেই আমরা বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু করেছি।’
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পাওয়া এ কর্মসূচির উদ্বোধন করেন।
টিকাদান কর্মসূচিতে ব্যবহারের জন্য ইতোমধ্যে সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যক্সিন টিকা অনুমোদন দিয়েছে ভারতের সরকারি ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফর্মুলায় ভারতের পুনেতে সেরাম ইন্সটিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকা টিকারও অনুমোদন দিয়েছে ভারতের সরকারি ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা।
টিকাদান কর্মসূচির প্রথম পর্যায়ে ৩০ কোটি মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের।
সূত্র: আনন্দবাজার
এসএমডব্লিউ