জলসীমায় অনুপ্রবেশ করেছে ভারতীয় সাবমেরিন, অভিযোগ পাকিস্তানের
ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের জলসীমায় সাবমেরিন অনুপ্রবেশের অভিযোগ করেছে দেশটি। চলতি সপ্তাহের শুরুর দিকে এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতি জানিয়েছে পাকিস্তানের নৌ বাহিনী।
জলসীমায় অনুপ্রবেশের অল্পসময়ের মধ্যে সাবমেরিনটিকে শনাক্ত করে থামিয়ে দেওয়ার পর ফিরে যেতে হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। পাকিস্তানের জলসীমায় টহল দেওয়া সামরিক উড়োজাহাজ প্রথম ওই ভারতীয় সাবমেরিনটি শনাক্ত করে বলে জানিয়েছে দেশটির নৌ বাহিনী।
পাশাপাশি, নিজ দেশের সমুদ্রসীমায় পাকিস্তান সেনাবাহিনী কড়া নজরদারি জারি আছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে দেশের সমুদ্রসীমার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী।’
পাকিস্তান সেনাবাহিনীর এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ভারতের সেনাবাহিনীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল আল জাজিরা, তবে কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।
তবে ২০১৬ সালের পর থেকে এই নিয়ে তৃতীয়বার নিজেদের জলসীমায় ভারতের সাবমেরিন প্রবেশের অভিযোগ জানাল পাকিস্তান।
দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দুই প্রতিবেশী দেশ দশকের পর দশক ধরে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছে। উভয় দেশেরই অভিযোগ- প্রতিবেশী দেশের সরকার সন্ত্রাসবাদ ছাড়ানোর সঙ্গে যুক্ত।
এসএমডব্লিউ