অজগরের লেজ নিয়ে ছোট্ট শিশুর টানাটানি, ভিডিও ভাইরাল
বাড়ির পোষ্য কুকুর বা বিড়ালের সঙ্গে বাচ্চারা খেলাধুলা করলে বাবা-মায়েদের স্বাভাবিক ভাবেই কোনো আপত্তি থাকে না। কিন্তু তাই বলে সাপ! সেটিও আবার বড় অজগর! তা বিষধর হোক বা না-হোক, এমন ঘটনা অভাবনীয়! ঠিক এই ঘটনাই ঘটালেন বছর দুয়েকের এক ছোট্ট শিশুর বাবা।
অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী বিশেষজ্ঞ র্যাঙ্গলার ম্যাট রাইট সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, মস্ত বড় এক অজগর সাপ নিয়ে খেলা করছেন এক ছোট্ট শিশু। রীতিমতো লেজ ধরে টেনে নিয়ে যেতে চাইছে সে।
View this post on Instagram
আর পাশে দাঁড়িয়ে বারা ছোট্ট শিশুকে বলছেন, ‘টানো। টেনে ঘাসের দিকে নিয়ে যাও।’ আর ভয়ডরহীন ওই শিশুসন্তানও বাবার কথা শুনে একটি মস্ত বড় ওই অজগরটির লেজ ধরে টানছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞ র্যাঙ্গলার ম্যাট রাইট পেশায় ন্যাশনাল জিয়োগ্রাফিক এর অনুষ্ঠান উপস্থাপক। বন্যপ্রাণী ও পশুদের নিয়েই তার কাজ। কিন্তু তা সত্ত্বেও নিজের দু’বছরের সন্তানকে সাপের লেজ ধরে টানতে বলা অনেকেই মেনে নিতে পারছেন না।
টিএম