রাশিয়ায় মদ পানে ২৬ জনের মৃত্যু
রাশিয়ায় বিষাক্ত মদ খেয়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও ২৮ জন অসুস্থ অবস্থায় রয়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ কয়েকজন কোমায় চলে গেছেন।
শনিবার (৯ অক্টোবর) রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহে বিষাক্ত মদপানে অন্তত ২৬ জন মারা গেছেন। বাড়িতে তৈরি ক্ষতিকারক মদ পান করায় কাজাখস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলের বাসিন্দাদের এ অবস্থায় পড়তে হয়েছে।
ওই অঞ্চলের মন্ত্রী রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে বলেছেন, মৃত্যুর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবারই ৯ জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, ভেজাল মদ খেয়ে অসুস্থ হয়ে এখনও অন্তত ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের কেউ কেউ কোমায় চলে গেছেন।
এ ঘটনার পর ওরেনবার্গের গভর্নর ডেনিস পাসলার মদ বিক্রির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মদপান মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।
এসএসএইচ