আফগান সীমান্তের কাছে হামলায় পাকিস্তানি ৫ সৈন্য নিহত
আফগানিস্তানের সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীর অন্তত পাঁচ জওয়ান নিহত হয়েছেন। আফগান সীমান্তের উত্তর ওয়াজিরিস্তানে শনিবার সামরিক গাড়িবহরে হামলায় প্রাণহানির ওই ঘটনা ঘটেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় পাক ফ্রন্টিয়ার কর্পসের চার কর্মকর্তা ও লেভিস ফোর্সের একজন পরিদর্শক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
সামা টিভি বলছে, উত্তর ওয়াজিরস্তোনের স্পিন ওয়াম এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ওই এলাকায় সামরিক বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান চালিয়েছে। স্পিন ওয়ামের যে এলাকায় সামরিক গাড়িবহর আক্রান্ত হয়েছে, সেই এলাকা বর্তমানে ঘিরে রাখা হয়েছে।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের সময় পাক সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন নিহত হন।
গত কয়েক মাসে পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে তালেবানের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলাগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর প্রায়ই হামলার ঘটনা ঘটছে।
এসএস