অস্ত্রোপচারের সময় কান্নার জন্য দিতে হলো বিল
অস্ত্রোপচারের সময় কান্না করায় হাসপাতাল কর্তৃপক্ষ কান্নার জন্য আলাদা বিল ধরেছে বলে মার্কিন এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে দাবি করার পর অনেকেই অবাক হয়েছেন। মিডজ নামের ওই নারী শরীরের একটি তিল অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর হাসপাতাল থেকে পাওয়া বিলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
চিকিৎসক এবং অস্ত্রোপচার সেবার পাশাপাশি সেই বিলে কান্নার ‘হালকা অনুভূতি’ প্রদর্শনের জন্য ১১ ডলার বিল অন্তর্ভূক্ত করা হয়েছে। সামান্য মানসিক অথবা আচরণগত অনুভূতি প্রকাশের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে বাংলাদেশি প্রায় ৯০০ টাকার বেশি বিল করায় টুইটারে অনেকে এটিকে ‘অযৌক্তিক এবং হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।
বুধবার হাসপাতালের বিলের একটি ছবি টুইটারে টুইট করে ওই নারী লিখেছেন, তিল অপসারণ: ২২ ডলার। কান্না: অতিরিক্ত।
— Midge (@mxmclain) September 28, 2021
তার এই টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে টুইটটিতে লাইক পড়েছে প্রায় ২ লাখ, রিটুইট করেছেন ১৫ হাজারের বেশি মানুষ। টুইটের নিচে শত শত কমেন্টে বিস্ময় প্রকাশ করা হয়েছে।
কমেন্টে অনেকেই যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থারও সমালোচনা করেছেন। একজন লিখেছেন, আমেরিকা চিকিৎসা গ্রহণকারী রোগীদের কাছ থেকে বিল আদায়ের অসংখ্য উপায় উদ্ভাবন করেছে।
আরেকজন লিখেছেন, এটিই যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা। গভীর ট্রমায় যাওয়ার জন্য আমাকেও একবার বিল দিতে হয়েছিল।
সূত্র: এনডিটিভি।
এসএস