ছুটিতে মাছ ধরলেন, অরণ্যে ঘুরলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সেপ্টেম্বরের শুরুর দিকে সাইবেরিয়ায় কিছুদিন অবকাশযাপন করেছেন। সেখানকার পাহাড়ি নদীতে মাছ ধরেছেন, করেছেন অরণ্য ভ্রমণ।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রোববার নিজস্ব ওয়েবসাইটে পুতিনের অবকাশযাপন সংক্রান্ত ২০ টি ছবি প্রকাশ করেছে ক্রেমলিন। সঙ্গে ক্যাপশনে বলা হয়েছে, চলতি সেপ্টেম্বরের শুরুর দিকে সাইবেরিয়া অঞ্চলে অবকাশ কাটিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
রাশিয়ার অনেকেই পুতিনের ‘পৌরুষদীপ্ত’ ইমেজ পছন্দ করেন। তাদের পছন্দের বিষয়টি বিবেচনায় নিয়ে এর আগে খালিগায়ে চোখে সানগ্লাস পরে ঘোড়ায় চড়া, বন্দুক হাতে শিকারির বেশে বনে জঙ্গলে ঘোরাঘুরি এবং যুদ্ধবিমান চালানোর মত ছবি এর আগে প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।
কিন্তু সেসব ছবির তুলনায় পুতিনের সাম্প্রতিক অবকাশ যাপনের ছবিগুলো যেন কিছুটা মলিন, ম্রিয়মান বলে প্রতিবেদনে মন্তব্য করেছে রয়টার্স।
প্রকাশিত এসব ছবির কোনোটিতে দেখা যাচ্ছে, খরস্রোতা পাহাড়ি নদীতে মাছ ধরছেন পুতিন, কোনোটিতে দেখা যাচ্ছে অরণ্যে ঘুরছেন, কোনোটিতে বা সামনের দিকে আনমনে তাকিয়ে আছেন তিনি।
চলতি মাসের মাঝামাঝি রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তার আশপাশের বেশ কয়েক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে তিনি কিছুদিন সেলফ আইসোলেশনে থাকবেন।
আইসোলেশনে থাকার সিদ্ধান্তের কারণে পুতিনকে নিরাপত্তা সম্মেলনের জন্য তাজিকিস্তান সফর বাতিল করতে হয়েছিল।
৬৮ বছর বয়সী পুতিন রাশিয়ার করোনা টিকা স্পুতনিক-৫ এর দুই ডোজ সম্পূর্ণ করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ