কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের উধমপুরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে উধমপুর জেলার শিব গর ধর এলাকায় সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারের দুই পাইলট গুরুতর আহত হয়েছেন।
দেশটির দৈনিক ইন্ডিয়া ট্যুডে বলেছে, জম্মু-কাশ্মিরের উধমপুর জেলার শিব গর ধরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই পাইলট আহত হয়েছেন। ওই এলাকায় ভারী কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।
উধমপুর পুলিশের ডিআইজি সুলেমান চৌধুরী বলেছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
অন্য এক কর্মকর্তা বলেছেন, উদ্ধারকারী দল শিব গর ধরে পৌঁছানোর পর বিধ্বস্ত হেলিকপ্টার থেকে দুই সেনা কর্মকর্তাকে উদ্ধার করেছেন। বৈরী আবহাওয়ার কারণে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে।
এর আগে, গত ৩ আগস্ট ভারতীয় সেনাবাহিনীর অপর একটি হেলিকপ্টার জম্মু-কাশ্মিরের কাঠুযার রঞ্জিত সাগর ড্যাম হ্রদ এলাকার কাছে বিধ্বস্ত হয়।
এসএস