পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনতে চায় আর্জেন্টিনা
পাকিস্তান থেকে ১২টি জেএফ-১৭এ ব্লক-৩ মডেলের যুদ্ধবিমান কিনতে চায় লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। আর এজন্য আর্জেন্টিনার পার্লামেন্টে ২০২২ সালের বাজেট উত্থাপনের আগে বাজেটে ৬৬৪ মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করেছে দেশটির সরকার। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের রোববারের অনলাইন প্রতিবেদনে খবর জানানো হয়েছে।
ডনের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এ বিষয়ে এখনো দুই দেশের চুক্তি না হলেও আর্জেন্টিনা জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছে। গত বছর থেকে দেশটি এসব যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে। উল্লেখ্য ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধের পর ব্রিটেন যুদ্ধবিমান কেনায় আর্জেন্টিনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এর আগে ২০১৫ সাল থেকে সুইডেন ও দক্ষিণ কোরিয়া থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করছিল আর্জেন্টিনা। কিন্তু, ব্রিটেনের চাপের মুখে দেশ দুটি তাতে রাজি হয়নি। প্রথমে সুইডেনের জেএএস-৩৯ গ্রিপেন জঙ্গিবিমান কেনার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। পরে তারা দক্ষিণ কোরিয়ার এফএ-৫০ ফাইটিং ঈগল কেনার আগ্রহ দেখায়।
আর্জেন্টিনার বিমানবাহিনীর মূল শক্তি ডাজাল্ট মিরেজ-৩ মডেলের যুদ্ধবিমানগুলো বেশি পুরনো হয়ে যাওয়ায় ২০১৫ সালে সেগুলো সরিয়ে নেওয়া হয়। ডরের ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমানের ইজেক্টর সিট ব্রিটেনের তৈরি বলে আর্জেন্টিনার কাছে পাকিস্তানের সেগুলো বিক্রি নিয়ে জটিলতা হতে পারে।
এছাড়া দাম বেড়ে যাওয়ায় আরেক সংকটে পড়তে পারে আর্জেন্টিনা। পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানওজনে হালকা এবং সবসময় ও সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (পিএসি) এবং চীনের চেঙ্গদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।
এএস