একসঙ্গে একাধিক লক্ষ্যে হামলায় সক্ষম নতুন মিসাইল ভারতের হাতে
ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয়েছে ‘মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল’ বরাক-৮। এই মিসাইল সিস্টেম একই ট্রিগারের চাপে আকাশে থাকা একাধিক বিমান, হেলিকপ্টার বা ড্রোনকে ধ্বংস করে দিতে সক্ষম।
এই মিসাইল সিস্টেমকে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ আখ্যা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে এই অত্যাধুনিক মিসাইল সিস্টেমটি তৈরি করেছে ডিআরডিও। এটির রেঞ্জ ৭০ কিলোমিটার পর্যন্ত।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই এয়ার ডিফেন্স সিস্টেমটিতে অত্যাধুনিক ব়্যাডারও রয়েছে। তাছাড়া রয়েছে কমান্ড ও কন্ট্রোল সিস্টেম। ভারতে তৈরি রকেট মোটর এবং কন্ট্রোল সিস্টেম থেকে এই গোটা মিসাই সিস্টেমটি শক্তি পায়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মিসাইলটি ভারতের বিমানবাহিনীতে যুক্ত করা পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, মিসাইল সিস্টেমটি বিমানবাহিনীর হাতে তুলে দিয়ে আমরা আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে এক বিশাল পদক্ষেপ নিয়েছি। এই মিসাইল সিস্টেমটি আমাদের দেশে নিরাপত্তার ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সিস্টেমটি তৈরি করতে ডিআরডিও-কে সাহায্য করেছে ইসরায়েলের সংস্থা রাফায়েল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ভারত ডাইন্যামিকস লিমিটেড, লারসেন অ্যান্ড টুবরো। এই মিসাইল সিস্টেমের প্রথম ইউনিটটি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুড়িয়ার হাতে তুলে দেন ডিআরডিও প্রধান জি সতীশ রেড্ডি।
এমআরএমএএম-এর একটি সংস্করণ ইতোমধ্যে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজে রয়েছে। সেনার হাতেও এই সিস্টেম তুলে দেওয়ার কথা রয়েছে। এই মিসাইল সিস্টেম তৈরি করতে ভারত এবং ইসরায়েল পৃথকভাবে বেশ কয়েকটি চুক্তি সই করেছে যার সম্মিলিত মূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার।
এইচকে