যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তালেবানের
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় এখনও আফগানিস্তানের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির নাম থাকায় ওয়াশিংটন গত বছর স্বাক্ষরিত দোহা শান্তি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে তালেবান।
আফগানিস্তানের চরমপন্থী গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের নেতা ও নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির বিরুদ্ধে দেশটির গত ২০ বছরের যুদ্ধের সময় মার্কিন বাহিনীর ওপর হামলা অভিযোগ আছে। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় থাকা হাক্কানির মাথার দাম ৫০ লাখ মার্কিন ডলারও ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের সন্ত্রাসী তালিকাতেও রয়েছেন আফগান এই মন্ত্রী।
দেশটির নতুন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দসহ আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের কয়েকজন নেতা এখনও আন্তর্জাতিকভাবে কালো তালিকাভুক্ত।
বুধবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পেন্টাগনের কর্মকর্তারা মন্তব্য করেছেন যে, ইসলামিক আমিরাতের মন্ত্রিসভার কিছু সদস্য অথবা প্রয়াত হাক্কানি সাহেবের পরিবারের সদস্যরা মার্কিন কালো তালিকাভুক্ত এবং এখনও তারা ওয়াশিংটনের লক্ষ্যবস্তুতে আছেন।
কাতারের রাজধানী দোহায় গত বছর ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত তালেবানের শান্তি চুক্তির কথা উল্লেখ করে আফগানিস্তানের নতুন এই শাসক গোষ্ঠী বলেছে, ‘ইসলামিক আমিরাত এটাকে দোহা শান্তি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করে।’
জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলাসিক স্টেটকে (আইএস) তালেবানের আফগান ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার শর্তে দেশটি থেকে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী গত ৩১ আগস্ট প্রত্যাহার করে নেওয়া হয়। পরে দুই সপ্তাহের বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ আফগান, নিজ দেশের নাগরিক এবং সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী; অবসান ঘটে ২০ বছরের আফগান যুদ্ধের।
এসএস