শরিয়া আইনে চলবে নতুন আফগানিস্তান : আখুন্দজাদা
এখন থেকে আফগানিস্তানের সমাজব্যবস্থা ও জনজীবন ইসলামি শরিয়া আইনের ভিত্তিতে পরিচালিত হবে। দেশটির নতুন সরকারের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।
ঘোষণায় আখুন্দজাদা বলেন, ‘এখন থেকে শাসনতান্ত্রিক সব বিষয় ও সিদ্ধান্ত এবং আফগানিস্তানের জনজীবন ইসলামি শরিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে।’
শরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়- এমন সব আন্তর্জাতিক আইন, চুক্তি ও প্রতিশ্রুতির প্রতি বর্তমান ক্ষমতাসীন তালেবান সরকার শ্রদ্ধাশীল থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
গত মঙ্গলবার আফাগনিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে তালেবান। সেই সরকারের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন তালেবান বাহিনীর শীর্ষ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। অন্যান্য নির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন- মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ (প্রধানমন্ত্রী), সিরাজউদ্দিন হাক্কানি (স্বরাষ্ট্রমন্ত্রী), আব্দুল গনি বারাদার (উপ প্রধানমন্ত্রী), এবং মোহাম্মদ ইয়াকুব (প্রতিরক্ষামন্ত্রী)।
এই মন্ত্রিসভায় কোনো নারী সদস্যের স্থান হয়নি।
২০ বছরের যুদ্ধ শেষে সদ্য আফগানিস্তান ত্যাগ করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন সরকার।
আন্তর্জাতিক দাতাসংস্থাসমূহ জানিয়েছে, তারা আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাবে, কিন্তু পরবর্তীতে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডে দাতা সংস্থাগুলোর অংশগ্রহণ কতখানি থাকবে, তা নির্ভর করবে তালেবান সরকারের গঠন, বৈশিষ্ট ও কর্মকাণ্ডের ওপর।
ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী কট্টর ইসলামপন্থি তালেবানগোষ্ঠী আফগানিস্তানে প্রথম দফায় সরকার গঠন করেছিল ১৯৯৬ সালে। সে সময় নারীশিক্ষা ও নারীদের চাকরি ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ ছিল আফাগানিস্তানে।
মঙ্গলবার যখন তালেবান সরকার ঘোষণার চুড়ান্ত প্রস্তুতি চলছে, তখন কাবুলে নারীদের একটি বিক্ষোভ মিছিল বেরিয়েছিল। কিন্তু তালেবান সেনারা ফাঁকা গুলি করে তা ছত্রভঙ্গ করে দিয়েছে।
২০০১ সালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টু্ইন টাওয়ারে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা নেটওয়ার্ক বিমান হামলা করলে ওই বছরই আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন ও ন্যাটো সেনাবাহিনী। সে সময় আল কায়েদা নেটওয়ার্কের মূল ঘাঁটি ছিল আফগানিস্তান।
অভিযানে পতন হয়েছিল তালেবান বাহিনীর। তার ২০ বছর পর গত ১৫ আগস্ট ফের আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান। দখলের প্রায় তিন সপ্তাহ পর তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করল কট্টর ইসলামপন্থি এই গোষ্ঠী।
সূত্র : এএফপি
এসএমডব্লিউ