আফগানিস্তানে সরকার গঠনে সহায়তা করবে পাকিস্তান
সক্রিয় সব রাজনৈতিক দল ও উপজাতি গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে আফগানিস্তানে একটি অন্তর্ভূক্তিমূলক সরকার গঠনে সহায়তা করবে পাকিস্তান। দেশটির সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া রোববার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে এই আশ্বাস দিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, রোববার ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর।
সে বৈঠকে পাক সেনাপ্রধান বলেন, ‘আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কাজের অংশ হিসেবেই দেশটিতে একটি গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে পাকিস্তান সবসময় সহযোগিতা করে যাবে।’
আফগানিস্তানে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের জেরে দক্ষিণ এশিয়ার ওই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বৈঠক ও মতবিনিময় করতে বৃহস্পতিবার পাকিস্তানে গিয়েছেন ডমিনিক রাব।
পাকিস্তানের জাতীয় দৈনিক অবজারভার তাদের প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে কামার আহমেদ বাজওয়া এবং ডমিনিক রাব প্রতিরক্ষা, এ বিষয়ক প্রশিক্ষণ, সন্ত্রাসবিরোধী লড়াই প্রভৃতি ইস্যুতে উভয় দেশের মধ্যকার সহযোগিতা অব্যাহত রাখতে ঐকমত্যে পৌঁছেছেন। তবে স্বাভাবিকভাবেই আফগানিস্তান ও সাম্প্রতিক তালেবান ইস্যুকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গোটা বৈঠক।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাব বলেন, ‘যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বরাবরই দৃঢ় এবং আমরা এই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে আগ্রহী। আফগানিস্তানের বিষয়েও আমাদের অবস্থান একদম পরিষ্কার; আর সেটি হলো- আমরা তালেবানদের মুখের কথায় নয়, বরং কাজ দেখে সিদ্ধান্ত নেব, তাদের ওপর আস্থা রাখা যায় কি না।
তালেবান নেতাদের সঙ্গে ব্রিটেন যোগাযোগের চেষ্টা করছে বলে জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী, তবে তাদের দেশটির বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা আবাতত যুক্তরাজ্যের নেই বলেও উল্লেখ করেছেন তিনি।
পাশাপাশি, আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্যোগী হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন ডমিনিক রাব।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, শুক্রবারই আফগানিস্তানে নতুন সরকার ঘোষণার কথা ছিল তালেবানের। তবে তা পেছানো হয়েছে। এই নিয়ে তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের পর থেকে দ্বিতীয়বারের মতো সরকার গঠন পেছানো হলো।
সূত্র : এনডিটিভি
এসএমডব্লিউ