অতিকায় সাপের ভিডিও ধারণ করতে গিয়ে তাড়া খেলেন ইউটিউবার
প্যাডল বোটে সমুদ্রে প্রমোদ ভ্রমণে মগ্ন ছিলেন অস্ট্রেলিয়ার ইউটিউবার ব্রডি মস। আচমকাই বোট লক্ষ্য করে তিরের বেগে ছুটে আসতে দেখা যায় তাকে। সে আর কেউ নয়, অতিকায় একটি সামুদ্রিক সাপ। যার এক ছোবলে প্রাণ যেতে পারে মানুষের।
গা হিম করা এই ঘটনা ক্যামেরায় ধারণ করেছেন ব্রডি। ইন্সস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়!
আরও পড়ুন: আট স্বামীর শয্যাসঙ্গিনী বধূ যখন এইডসে আক্রান্ত
ভিডিওতে দেখা যায়, ভারত মহাসাগরের আপাত শান্ত জলরাশির মাঝে আচমকাই ভেসে ওঠে অতিকায় চেহারার একটি সামুদ্রিক সাপ। তিরের বেগে তা ছুটে আসতে থাকে ব্রডের প্যাডেল বোট লক্ষ্য করে। ব্রডের ক্যামেরা ধরে থাকে হলদে সাপটিকে। দেখা যায় স্বভাব বিরুদ্ধভাবে সাপটি বোটে মুখ তুলে দেয়। এদিক সেদিক তাকিয়ে ফের ভারত মহাসাগরের জলে ডুব দেয় সে।
ইনস্টাগ্রাম পোস্টে ব্রড লিখেছেন, এই ধরনের সাপ সাধারণত মানুষের সামনে আসতে চায় না। তা হলে বোট তাড়া করার কারণ কী? তার উত্তরও দিয়েছেন ব্রড। জানিয়েছেন, এই সময় সঙ্গিনীর সঙ্গে মিলনের জন্য উন্মুখ থাকে সাপ। সঙ্গিনীকে খুঁজতেই উতলা হয়ে সামুদ্রিক সাপের বোটকে তাড়া করা বলে জানিয়েছেন অজি ইউটিউবার। আনন্দবাজার।
এসএস