রাষ্ট্রনেতাদের উদ্দেশে আফগান নারী নির্মাতার খোলা চিঠি
আফগানিস্তান এখন তালেবানদের দখলে। যেকোনো সময় হতে পারে নতুন সরকার গঠন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশগুলো এখন নীরব দর্শক। এই পরিস্থিতিতে সরব হলেন আফগানিস্তানের নারী চিত্র পরিচালক সাহারা করিমি। আফগানিস্তানের পাশে দাঁড়াতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্বের রাষ্ট্রনেতাদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি লিখেছেন, ‘অনেক আশা নিয়ে আপনাদের কাছে চিঠি লিখছি। আমাদের সুন্দর দেশটাকে, দেশের মানুষকে এবং শিল্প সচেতন মানুষকে তালেবানের হাত থেকে বাঁচান। গত কয়েক সপ্তাহে একাধিক প্রদেশ দখল করে নিয়েছে তালেবান। কতশত শিশুকে অপহরণ করেছে। বিয়ের বাজারে ছোট ছোট মেয়েদের বিক্রি করে দেওয়া হচ্ছে।’
তালেবানদের হাতে আফগানিস্তান মোটেই সুরক্ষিত নয় দাবি করে সাহারা চিঠিতে লিখেছেন, ‘আফগানিস্তানে মানবাধিকার সংকট দেখা দিয়েছে। অথচ গোটা দুনিয়া নীরব। আমরা এই নীরবতায় অভ্যস্ত হয়ে গেছি। এভাবে আমাদের একা ফেলে চলে যাওয়াটা অন্যায়। গত ২০ বছরে যা কিছু অর্জন করেছি, সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমি এবং আমার মতো শিল্প সচেতন মানুষ এখন ওদের হিটলিস্টে।’
তালেবানরা নারীদের নির্যাতন করছে। এমনটা উল্লেখ করে চিঠিতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সাহারা লেখেন, ‘তালেবান শাসনের সময় স্কুলে ছাত্রীদের সংখ্যা ছিল শূন্য। গত কয়েক বছরে স্কুলে মেয়ে পড়ুয়ার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯০ লাখে। দেশের তৃতীয় বৃহত্তম শহর হেরাতের স্কুলগুলোতে মোট পড়ুয়ার ৫০ শতাংশই মেয়ে। কত পরিশ্রমের পর এই কৃতিত্ব অর্জন করেছি আমরা, তা কিন্তু জানে না বিশ্ব। ইতিমধ্যেই ২০ লাখ মেয়েকে স্কুল ছাড়তে বাধ্য করেছে তালেবান।’
সাহারা অনুরোধ করেন, ‘আমি এই পৃথিবীর নিয়মনীতি বুঝি না। এই নীরবতাও বুঝি না আমি। নিজের দেশের জন্য লড়তে আমি প্রস্তুত। কিন্তু একার পক্ষে তা সম্ভব নয়। কিছুদিনের মধ্যেই আমরা হয়তো আর ইন্টারনেট ব্যবহার করতে পারব না। হয়তো আর কয়েকটা দিনই আছে আমাদের হাতে। তার আগে বিশ্বের কাছে আমাদের আর্তি পৌঁছনো দরকার।’
এমএইচএস