স্ন্যাপচ্যাটও ট্রাম্পকে নিষিদ্ধ করল
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের প্লাটফর্মে নিষিদ্ধ করেছে ছবি আদান-প্রদানের সামাজিক যোগাযোগের মাধ্যম স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ বুধবার বিবৃতি দিয়ে ট্রাম্পকে নিষিদ্ধের কথা জানায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী স্ন্যাপচ্যাটের এক মুখপাত্র বলেছেন, ‘গত সপ্তাহে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করেছিলাম। এবার তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হচ্ছে।’
তিনি আরও জানান, ‘জনস্বার্থে ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হচ্ছে। তাকে ব্যান করার অন্যতম কারণ তিনি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফরম ব্যবহার করে অসত্য তথ্য ছড়িয়েছেন এবং সহিংসতায় উসকানি দিয়েছেন।’
কংগ্রেসে হামলায় উসকানির অভিযোগে প্রথমে ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। এরপর ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবেও ট্রাম্পকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। এবার স্ন্যাপচ্যাটও করলো।
এএস