তুরস্কে রুশ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮
তুরস্কে দাবানল নেভানোর কাজে অংশ নেওয়া রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন রুশ ও ৩ জন তুর্কি নাগরিক। শনিবার (১৪ আগস্ট) রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন রুশ চাকরিজীবী এবং ৩ জন তুর্কি নাগরিক নিহত হয়েছেন। গ্রিনিচ মান সময় দুপুর দেড়টার দিকে আটজনকে বহনকারী বিই-২০০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়।
দাবানল নেভানোর কাজে অংশ নেওয়া এই বিমানটি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানার কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর তুরস্কের রাশিয়ান দূতাবাসের কয়েকজন প্রতিনিধি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কমিটি ঘটনাস্থলে যান।
এর আগে তুরস্কে ক্রমেই ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে দেশটিকে সহায়তা করতে গত জুলাই মাসে বিই-২০০ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছিল রাশিয়া।
টিএম