ডেথ সার্টিফিকেটেও নিজের ছবি দিন, মোদিকে কটাক্ষ মমতার
করোনা ভাইরাসের টিকা নেওয়াদের ভারতে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রয়েছে। এ জন্য তাকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ডেথ সার্টিফিকেটেও নিজের ছবি দিন।
একইসঙ্গে তার রাজ্যে প্রয়োজন মাফিক টিকা মিলছে না বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি জানান, রাজ্যের জন্য দরকার ১৪ কোটি টিকা। ঠিকমতো টিকা মিলছে না।
ভ্যাকসিন সার্টিফিকেটে মোদির ছবি প্রসঙ্গে মমতা আরও বলেন, আমি আপনার সমর্থক নই। কেন ছবি ব্যবহার করব? কোভিড শংসাপত্রে নিজের ছবি বাধ্যতামূলক করেছেন। আমি আপনাকে পছন্দ করি না। কিন্তু আমাকে এটা নিতে হবে। কেন? মানুষের স্বাধীনতা কোথায়?
রাজ্যে ১৪ কোটি টিকার দরকারের কথা জানিয়ে তিনি বলেন, ঠিকমতো টিকা পাচ্ছি না। ১৪ কোটি টিকা লাগবে। ৩ কোটি ৩২ লক্ষ পর্যন্ত দিতে পেরেছি। প্রথম ডোজ পেয়েছে ২.৩৯ কোটি। ৯২ লক্ষ দ্বিতীয় ডোজ। প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ লক্ষ টিকাকরণ হচ্ছে। ১১ লাখ করার ক্ষমতা রয়েছে। টিকাকরণে সেরা বাংলা। টিকা নষ্টও এখানে সবচেয়ে কম।
সূত্র : জি নিউজ।
এনএফ