তাখার প্রদেশের রাজধানীও গেল তালেবানের দখলে
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের আরও একটি প্রদেশ দখল করেছে দেশটির তালেবান বিদ্রোহীরা। রোববার (৮ আগস্ট) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান দখলে নেয় তারা।
প্রদেশটির বাসিন্দা এবং একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএফপি।
বার্তাসংস্থাটি বলছে, তালোকান শহর দখলের মাধ্যমে তালেবান যোদ্ধারা একদিনে তিনটি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিলো। এর আগে রোববার দিনের প্রথম ভাগে তালেবান যোদ্ধাদের দখলে যায় দুই প্রাদেশিক রাজধানী কুন্দুজ এবং সার-ই-পুল।
— AFP News Agency (@AFP) August 8, 2021
কুন্দুজ প্রদেশের রাজধানীর নাম কুন্দুজ এবং সার-ই-পুল প্রদেশের রাজধানীর নাম সার-ই-পুল। দু’টিই আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ। অন্যদিকে তাখার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ।
আফগান ওই নিরাপত্তা সূত্রটি এএফপি’কে জানিয়েছে, ‘তালেবানের হামলার কারণে রোববার বিকেলে আমরা শহরটি থেকে পিছু হটতে বাধ্য হই। (আফগান) সরকার আমাদের জন্য সাহায্য পাঠাতে ব্যর্থ হওয়ার পরই আমরা শহর ছেড়ে বেরিয়ে যাই।’
তালোকান শহরের এক বাসিন্দা জানিয়েছেন, আফগানিস্তানের সরকারি নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদের তিনি গাড়ির বহর নিয়ে শহরটি ছেড়ে বেরিয়ে যেতে দেখেছেন।
এর আগে তালেবানের হাতে কুন্দুজ প্রদেশের পতন হয়। সেখানকার প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য আমরুদ্দিন ওয়ালি জানিয়েছিলেন, ‘রাজধানীর সড়কগুলোতে তালেবান ও আফগান সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে তীব্র লড়াই চলছে। সামরিক বাহিনীর কিছু সদস্য আক্রমণের মুখে বিমানবন্দরের দিকে পিছু হটেছেন।’
এদিকে সার-ই-পুলেও একই অবস্থা বলে জানিয়েছেন ওই প্রদেশের একজন আইনপ্রণেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘রাজধানীর প্রতিটি সড়কে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবানদের যুদ্ধ হচ্ছে। ইতোমধ্যে শহরের মূলকেন্দ্রে ঢুকে পড়েছে তালেবান।’
এ নিয়ে আফগানিস্তানে তালেবান দখলকৃত প্রাদেশিক রাজধানীর সংখ্যা পৌঁছাল পাঁচে। এর আগে শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ এবং শনিবার উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানের রাজধানী শেবেরঘানের দখল নেয় তালেবান যোদ্ধারা।
টিএম/জেএস