শাদে জঙ্গি হামলায় অন্তত ২০ সৈন্য নিহত
মধ্য আফ্রিকার দেশ শাদে বৃহস্পতিবার সকালে টহলরত সেনা সদস্যদের লক্ষ্য করে আততায়ী হামলায় অন্তত ২০ সৈন্য নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স শাদের সেনাবাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এই হামলার খবর জানিয়েছে।
শাদের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজিম বারমানদোয়া জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে লেক শাদ এলাকায় টহলরত সেনাদের ওপর এই হামলা চালানো হয়েছে। ওই অঞ্চলটিতে সক্রিয় সশস্ত্রগোষ্ঠী বোকো হারামকে অভিযুক্ত করেছেন তিনি।
রয়টার্সকে জেনারেল আজিম বারমানদোয়া জানান, ‘ওই এলাকায় রুটিন দায়িত্বে নিয়োজিত সেনাদের ওপর হামলায় অন্তত ২০ সেনা সদস্য নিহতের ঘটনায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। হামলাকারীদের পিছু হটতে বাধ্য করেছে সেনাবাহিনী।’
সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজিম বারমানদোয়া আরও জানিয়েছেন, হামলার পর ওই অঞ্চলটিতে মোতায়েন বহুজাতিক সেনার সংখ্যা আরও বাড়ানো হয়েছে, যাতে করে তারা ওই এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের চিহ্নিত করতে পারে।
গত ২০ এপ্রিল ‘সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে’ আহত হয়ে মারা যান শাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি। তার মৃত্যুর পর দেশটির রাষ্ট্রক্ষমতায় রয়েছে সেনাবাহিনী। উল্লেখ্য, প্রায়শই দেশটি থেকে এ রকম জঙ্গি হামলা ও হতাহতের খবর পাওয়া যায়।
এএস