টিকা নেওয়া ছাড়া অভ্যন্তরীণ বিমান ভ্রমণ নিষিদ্ধ পাকিস্তানে
পাকিস্তানের যেসব নাগরিক এখন পর্যন্ত করোনা টিকার একটি ডোজও নেননি, তাদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির করোনা প্রতিরোধ বিষয়ক সর্বোচ্চ সরকারি কমিটি ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) রোববার এক বিবৃতিতে এই নির্দেশ জারি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানে যারা এখনও করোনা টিকার ডোজ নেননি, তাদের জন্য অভ্যন্তরীণ বিমান ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে, যেসব যাত্রী পাকিস্তান থেকে বাইরের দেশে যাবেন কিংবা বাইরের দেশ থেকে পাকিস্তানে প্রবেশ করবেন, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।’
‘পাশাপাশি, পাকিস্তানের যেসব নাগরিক টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন বা দেশের বাইরে টিকার ডোজ সম্পূর্ণ করেছেন, অন্যান্য দেশের নাগরিক ও গুরুতর অসুস্থ রোগীরাও নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।’
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন মোট ৯ লাখ ২৫ হাজার ৯৫৮ জন। এর মধ্যে রোববার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ৪৫ জন।
এশিয়ার অন্যান্য দেশের তুলনায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কম থাকলেও বর্তমানে পাকিস্তানে দৈনিক করোনা শনাক্তের হার ৬ দশমিক ৩২ শতাংশ, যা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের হার।
২০২০ সালের এপ্রিলে করোনা মহামারি প্রতিরোধে এনসিওসি গঠন করে পাকিস্তান সরকার যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী আসাদ ওমর।
রোববারের টুইটে এনসিওসি জানিয়েছে, পাকিস্তানে চলমান টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত ২ কোটি ৫৫ লাখ ৩২ হাজার ১৭৩টি করোনা টিকার ডোজ ব্যাবহার করা হয়েছে এবং দেশটির বড় শহরসমূহের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৪০ শতাংশ টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসএমডব্লিউ