আত্মসমর্পণের সময় ২২ আফগান কমান্ডোকে হত্যা করল তালেবান
আফগানিস্তানের সামরিক বাহিনীর ২২ কমান্ডোকে গুলি করে হত্যা করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবান। আত্মসমর্পণের সময় নিরস্ত্র অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আত্মসমর্পণের সময় তালেবান যোদ্ধাদের গুলিতে নিহত ওই ২২ কমান্ডোর সবাই আফগানিস্তানের স্পেশাল ফোর্সেস ইউনিটের সদস্য ছিলেন। তালেবান যোদ্ধাদের কাছেই তারা আত্মসমর্পণ করছিলেন এবং সেসময় তারা সবাই নিরস্ত্র ছিলেন। গত ১৬ জুন দেশটির তুর্কিমেনিস্তান সীমান্তবর্তী ফারিয়াব প্রদেশের দাওলাত আবাদ শহরে এই ঘটনা ঘটে।
— CNN (@CNN) July 13, 2021
এদিকে নির্মম এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সিএনএন। এ ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই-বাছাইও করেছে তারা। ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র তালেবান যোদ্ধাদের দিকে ওপরে হাত তুলে আত্মসমর্পণের উদ্দেশে এগিয়ে আসছিলেন দেশটির সরকারি বাহিনীর কমন্ডোরা। এসময় সরকারি সেনাদের সবাই নিরস্ত্র ছিলেন বলে পরিষ্কারভাবে দেখা গেছে।
— Guy Elster (@guyelster) July 13, 2021
একপর্যায়ে তাদের দিকে গুলিবর্ষণ শুরু করে তালেবান যোদ্ধারা। এসময় অনেককে আল্লাহু আকবার (আল্লাহ মহান) বলতে শোনা যায়। পরে একটি মার্কেটের বাইরে নিহত কমান্ডোদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাওলাত আবাদ শহরের নিয়ন্ত্রণ নিয়ে ঘটনার দিন তালেবানের সঙ্গে বড় ধরনের যুদ্ধ হয় আফগান সরকারি বাহিনীর। তবে তালেবানের সামনে অবস্থা বেগতিক দেখে অস্ত্র রেখে পালানোর চেষ্টা করেন ওই আফগান কমান্ডোরা। কিন্তু তালেবান যোদ্ধারা তাদের ঘিরে ফেলেন। একপর্যায়ে সরকারি সেনারা আত্মসমর্পণ করতে চাইলেও নিরস্ত্র অবস্থাতেই তাদেরকে গুলি করে হত্যা করা হয়।
এদিকে ঘটনাস্থল থেকে নিহত ওই ২২ আফগান কমান্ডোর মরদেহ উদ্ধার করা হয়েছিল বলে নিশ্চিত করেছে রেড ক্রস।
টিএম