বিশ্বে টিকার বণ্টন অত্যন্ত অসম এবং অন্যায্য: ডব্লিউএইচও
করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি বাড়াতে টিকা নেওয়া জনগোষ্ঠীকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনার বিরোধিতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা বলেছে, অন্যান্য দেশ যখন এখনও কোভিড-১৯ এর টিকাই পায়নি, তখন টিকা নেওয়া লোকজনের জন্য বুস্টার ডোজের অর্ডার করা উচিত নয়। সোমবার সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এই মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, কোভিড-১৯ মহামারিতে প্রাণহানি আবারও বেড়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং অনেক দেশ তাদের স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য এখনও পর্যাপ্ত টিকার ডোজ পায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মহাপরিচালক বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এর ফলে করোনায় আক্রান্ত এবং মৃত্যুতে নতুন উত্থান দেখা যাচ্ছে। একই সঙ্গে ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার অতি সংক্রামক ডেল্টা ধরন বর্তমানে বিশ্বের ১০৪ দেশে পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, বিশ্বজুড়ে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহের ব্যবধান অত্যন্ত অসম এবং অন্যায্য। অন্যান্য দেশ তাদের স্বাস্থ্য কর্মীদের দেওয়ার জন্য পর্যাপ্ত টিকা পাওয়ার আগেই কিছু কিছু দেশ এবং অঞ্চল লাখ লাখ বুস্টার ডোজের অর্ডার করছে। কিছু দেশ এখনও করোনার সবচেয়ে ঝুঁকিতে আছেন।
ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ফাইজার এবং মডার্না ইতোমধ্যে টিকাদানের উচ্চ হার থাকা দেশগুলোতে বুস্টার ডোজ সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই দুই সংস্থার কথা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, এর পরিবর্তে তাদের সরাসরি কোভ্যাক্সে ভ্যাকসিন সরবরাহ করা উচিত।
কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি— সংক্ষেপে কোভ্যাক্স উদ্যোগের যৌথ নেতৃত্বে ডব্লিউএইচও ছাড়াও রয়েছে দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি), সংক্রামক রোগের টিকা তৈরির জন্য আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা (সিইপিআই)।
বিশ্বজুড়ে ধনী-গরীব নির্বিশেষে সবার জন্য ভ্যাকসিনের সমবণ্টন নিশ্চিত করতে গত বছর কোভ্যাক্স উদ্যোগ গ্রহণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভ্যাক্সের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর করোনার টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র: রয়টার্স, এএফপি।
এসএস