এবার ইরান-আফগান সীমান্ত দখল করল তালেবান
তাজিকিস্তান সীমান্তের পর এবার ইরান-আফগান সীমান্ত দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। বৃহস্পতিবার (৮ জুলাই) ইরান সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ জেলা এবং আফগান সীমান্ত ক্রসিং তালেবান দখল করে নেয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি জানিয়েছে, মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনাদের চলমান প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই বৃহস্পতিবার ইরানের সঙ্গে সীমান্ত ক্রসিংসহ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় একটি গুরুত্বপূর্ণ জেলা দখল করে নিয়েছে তালেবান। এর আগে গত সপ্তাহে ইরান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তে আফগান বাহনীর ওপর হামলা জোরদার করে সশস্ত্র এই গোষ্ঠীটির যোদ্ধারা।
পরে তাজিকিস্তান সীমানা নিজেদের দখলে নেয় তালেবান। তাদের আক্রমণের মুখে এক হাজারেরও বেশি আফগান সরকারি সেনা সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে আশ্রয় নেয়।
নাম প্রকাশ না করার শর্তে আফগান সরকারের জ্যেষ্ঠ দুই সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, দেশের হেরাত প্রদেশে অবস্থিত ইরানের সঙ্গে ইসলাম কালা সীমান্ত ক্রসিং তালেবান যোদ্ধারা দখল করে নিয়েছে। এসময় তালেবানের হামলার মুখে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কাস্টমস কর্মকর্তারা সীমান্ত পার হয়ে ইরানে পালিয়ে যান।
আরবি ভাষায় প্রচারিত ইরানের সরকারি টেলিভিশন আল-আলালাম টিভি জানিয়েছে, তালেবানের হাত থেকে বাঁচতে আফগান সেনারা সীমান্ত পার হয়ে ইরানি ভূখণ্ডে প্রবেশ করেছে।
তবে ইরান সীমান্ত তালেবানের দখলে যাওয়ার কথা অস্বীকার করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান। তার দাবি, ইরানের সঙ্গে ইসলাম কালা সীমান্ত ক্রসিং এখনও আফগান সরকারের নিয়ন্ত্রণেই আছে।
অন্য এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কোনো ধরনের যুদ্ধ ছাড়াই হেরাত প্রদেশের পাঁচটি জেলা দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। অবশ্য এ বিষয়ে বক্তব্য জানতে হেরাত প্রদেশের গভর্নর ও পুলিশ প্রধানের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।
টিএম