নেদারল্যান্ডসের আয়া সোফিয়া মসজিদে ভাঙচুর
নেদারল্যান্ডসের আমস্টারডামে আয়া সোফিয়া মসজিদে ভাঙচুর চালানো হয়েছে। রোববার রাতে ওই মসজিদের জানালার গ্লাস মদের বোতলে ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয় একটি সংস্থা জানিয়েছে। গত বছরও একবার নেদারল্যান্ডসের এই মসজিদে ভাঙচুর চালানো হয়েছিল।
স্থানীয় বিভিন্ন মসজিদ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ন্যাশনাল ভিশন ফেডারেশন বলছে, ফেডারেশনের কার্যালয় সংলগ্ন মসজিদটির জানালাগুলো মদের বোতল দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
দেশটিতে বিদ্বেষমূলক বক্তৃতা এবং বর্ণবাদী হামলার ক্রমবর্ধমান ঘটনার কথা তুলে ধরে সংস্থাটি বলছে, গত বছরের শেষের দিকেও ওই মসজিদে হামলা হয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মসজিদটি আক্রান্ত হয়েছে।
গত বছরের ডিসেম্বরের এক সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই আমস্টারডামের আয়া সোফিয়া মসজিদের জানালা লক্ষ্য করে মাস্ক পরিহিত এক দুর্বৃত্ত পাথর ছুঁড়ে মেরেছিলেন। পরে ওই দুর্বৃত্ত রাতের আঁধারে পালিয়ে যান।
এক বিবৃতিতে কোনও ধরনের বৈষম্য ছাড়া এ ধরনের বর্ণবাদী আক্রমণের বিরোধিতা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে দেশটির নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাশনাল ভিশন ফেডারেশন।
আয়া সোফিয়া মসজিদ ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের চেয়ারপার্সন গাজি কিরিক বলেছেন, এ ধরনের হামলার বিরুদ্ধে দেশের নিরাপত্তা বাহিনী এবং রাজনীতিবিদরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করছি।
মসজিদে হামলার ভিডিও ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেছেন, আক্রমণকারী গ্রেফতার হলেই তারা একটি সম্প্রদায় হিসেবে নিরাপদ বোধ করবেন। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপজুড়ে মসজিদ ও মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক অপরাধ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: ডেইলি সাবাহ।
এসএস