গাজায় তীব্র মানবিক সঙ্কট নিয়ে হামাস-জাতিসংঘের বৈঠক ব্যর্থ
অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাথে হামাসের আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী এই গোষ্ঠীর নেতারা। সোমবার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, এটি খারাপ এবং পুরোপুরি নেতিবাচক একটি বৈঠক ছিল।
তিনি বলেছেন, জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে এবং তারা আমাদের কথা শুনেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত, গাজা উপত্যকায় যে মানবিক সঙ্কট শুরু হয়েছে তা সমাধানের কোনও ইঙ্গিত সেখানে পাওয়া যায়নি।
জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক বিশেষ সমন্বয়ক টর ওয়েনেসল্যান্ড-সহ সংস্থাটির জ্যেষ্ঠ একদল প্রতিনিধির সঙ্গে গাজা উপত্যকায় হামাস নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সিনওয়ার। গাজার মানবিক সঙ্কট সমাধানে হামাস-সহ ফিলিস্তিনের অন্যান্য দলগুলোকে ইসরায়েল ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছেন হামাসের এই নেতা।
গাজা উপত্যকায় ইসরায়েলের টানা ১১ দিনের বিমান হামলা ২১ মে অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে শেষ হওয়ার পর হামাস নেতাদের সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলের এই বৈঠক অনুষ্ঠিত হলো। ইসরায়েলি হামলায় অন্তত ২৫৭ ফিলিস্তিনির প্রাণহানি ঘটে; যাদের মধ্যে ৬৬ শিশুও রয়েছে। হামাসের হামলায় ইসরায়েলেও দুই শিশুসহ ১৩ জন নিহত হয়।
ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় এক হাজার ১৪৮টি বাড়িঘর এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান ধ্বংস হয়। এছাড়া এই হামলায় আরও ১৫ হাজার বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ দিনের ওই হামলায় উপত্যকার এক লাখের বেশি বাসিন্দা বাস্ত্যুচুত হয়ে জাতিসংঘ এবং অন্যান্য দাতব্য সংস্থার পরিচালিত শিবিরে আশ্রয় নেন।
এদিকে, ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইসরায়েলের সঙ্গে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে হুমকি দিয়েছেন সিনওয়ার। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিশোধে কাতার থেকে ফিলিস্তিনে ৩০ মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তরে ইসরায়েল অনুমতি না দিলে এই উত্তেজনার সূত্রপাত হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
গত কয়েক বছর ধরে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসকে লাখ লাখ ডলার অর্থ সহায়তা দিয়ে আসছে কাতার। উপত্যকার বৈদ্যুতিক প্ল্যান্টের জ্বালানির অর্থ পরিশোধে ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে কাতার হামাসকে এই অর্থ সহায়তা দেয়। এছাড়াও গাজা উপত্যকার লাখ লাখ দারিদ্র পরিবারকেও অর্থ সহায়তা দেয় কাতার।
চলতি মাসের শুরুর দিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি সেন্ট পিটার্সবার্গে এক সম্মেলনে অংশ নিয়ে বলেন, ২০১২ সাল থেকে গাজা উপত্যকায় ১৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে তেল-সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের এই দেশটি।
সূত্র: আলজাজিরা।
এসএস