করোনার উৎপত্তি নিয়ে তর্কে জড়ালেন যুক্তরাষ্ট্র-চীনের কূটনীতিকরা
করোনা ভাইরাসের উৎপত্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
বেইজিং যুক্তরাষ্ট্রকে সোজা বলে দিয়েছে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে। একইসঙ্গে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্র রাজনীতি করছে বলেও অভিযোগ করেছে চীন।
চীনের বৈদেশিক নীতি বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াং জিয়েচি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের মধ্যে শুক্রবার কথা হয় টেলিফোনে। সেখানে নানা বিষয়ে কথা হয় তাদের । করোনা ভাইরাসের পাশপাশি দু’জনের কথায় উঠে এসেছিল হংকংকে চীনের স্বাধীনতা না দেওয়ার বিষয় ও জিনজিয়াংয়ে মুসলিমদের ধরপাকড়ের বিষয়টিও।
ইয়াং বলেন, উহানের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বলে যে গল্প বিভিন্ন জায়গায় ঘুরছে সেটা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্র ও আরও কিছু দেশ অভিযোগ করছে, করোনা ভাইরাসের উৎপত্তি ও কিভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ল, তা নিয়ে তদন্তে চীনের যেসব স্থানে ঢুকতে পারা দরকার ছিল চীন তার অনুমতি দেয়নি এবং প্রয়োজনীয় অনেক তথ্যও দেশটি দিতে পারেনি।
এনএফ