ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের ভয়াবহ তাণ্ডব, নিহত ১
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে (পার্লামেন্ট) কংগ্রেসের যৌথ অধিবেশনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়ার সময় তাণ্ডব চালিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সংঘর্ষে সাবেক এক নারী সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বুধবার (৬ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে (কংগ্রেস) ইলেকটোরাল কলেজের দেওয়া ভোটগুলো গণনা এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করার সময় ট্রাম্প সমর্থকরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ক্যাপিটলের (পার্লামেন্ট) ভেতরে প্রবেশ করে।
এ ঘটনায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার কারফিউ ঘোষণা করেন।
আমেরিকার আইনপ্রণেতারা যখন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, ঠিক তখনই ট্রাম্পের শত শত সমর্থক কংগ্রেসের ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে।
বুধবার দিনের শুরুতে হাজার হাজার ট্রাম্প সমর্থক ‘আমেরিকা বাচাও’ নামক একটি গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন।
ওয়াশিংটনে জড়ো হওয়া কয়েক হাজার ট্রাম্প সমর্থকদের মধ্যে উগ্রপন্থী বিভিন্ন গ্রুপের সদস্যরাও ছিল। সেই সমাবেশে দেওয়া বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।
এই সমাবেশের একটু দূরে গিয়ে কয়েকশ' ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে ট্রাম্প সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ।
যেভাবে শুরু হয় সহিংসতা
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য বুধবার অধিবেশনে বসেছিলেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সেই অধিবেশনে ঢুকে পড়ে।
দুপুরের পরই আমেরিকার রাজধানী শহরে এই নাটকীয় দৃশ্যে দেখা যায় - শত শত বিক্ষোভকারী ক্যাপিটল ভবনে ঢুকে পড়ছে, আর পুলিশ কংগ্রেস সদস্যদের পাহারা দিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।
কার্যত কয়েক ঘণ্টা এই ভবন দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে। এই শোরগোলের মধ্যেই বাইডেনের জয় অনুমোদন করার জন্য চলমান কংগ্রেস অধিবেশন স্থগিত করা হয়।
হামলা চলাকালে ভবনের ভেতরে গোলাগুলি হয় এবং এতে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হন।
সংঘর্ষের মধ্যে প্রতিনিধি পরিষদের সদস্যদের পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে নিরাপদে সরিয়ে নেয় পুলিশ। এই পরিস্থিতিতে সিনেট অধিবেশনও মুলতবি করা হয়। যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে পুলিশ।
এদিকে ক্যাপিটল হিলের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙ্গার জন্য গ্রেফতার করা হয়েছে। এসময় বিভিন্ন ধরনের অন্তত ৫টি বন্দুক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসি'র মেট্রোপলিটান পুলিশ।
পুলিশ বিভাগের প্রধান জানিয়েছেন, আহত কয়েকজন পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টিএম