প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে থাপ্পড় মারা সেই যুবককে ৪ মাসের কারাদণ্ড
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে থাপ্পড় মারা সেই যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযুক্ত ওই যুবকের নাম ড্যামিয়েন ট্যারেল (২৮)। বৃহস্পতিবার (১০ জুন) দেশটির একটি আদালত তাকে ১৮ মাসের কারাদণ্ড দেন। পরে অবশ্য ১৪ মাসের সাজা স্থগিত করা হয়েছে। ফলে চার মাস কারাগারে থাকতে হবে অভিযুক্ত ট্যারেলকে।
এর আগে গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ-পূর্বের ড্রোম অঞ্চলে সরকারি সফরে গিয়ে লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সরকারি এই সফরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাতের সময় ট্যারেল প্রকাশ্যেই ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন।
— (@AlexpLille) June 8, 2021
মুহূর্তের মধ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে থাপ্পড় মারার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যালেন্স শহরের বাইরের টেইন-ই হারমিটেট এলাকায় সরকারি সফরের সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাত মেলাতে যান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এ সময় সামনের উঁচু প্রতিবন্ধকতার বিপরীত দিক থেকে ওই যুবক ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন। এরপরই অভিযুক্ত ট্যারেলকে আটক করে নিরাপত্তা বাহিনী।
ড্যামিয়েন ট্যারেলের দাবি, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রেসিডেন্ট ম্যাঁক্রোর সফরের কয়েকদিন আগেই তার ওপর ডিম কিংবা ক্রিম টার্ট নিক্ষেপ করার কথা ভেবেছিলেন। কিন্তু থাপ্পড় দেওয়ার বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না।
আদালতে তিনি বলেন, আমি মনে করি, আমাদের দেশের অবক্ষয়ের পেছনে পরিষ্কার ভাবে রয়েছেন ম্যাক্রোঁ।
ট্যারেলের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে আক্রমণের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে অভিযুক্তকে সর্বোচ্চ তিন বছরের জেল এবং ৪৫ হাজার ইউরো জরিমানা করার বিধান রয়েছে।
এদিকে আটককৃত ড্যামিয়েন ট্যারেল ফ্রান্সে একটি ক্লাব পরিচালনা করতেন। এই ক্লাবের সদস্যরা মধ্যযুগীয় কায়দায় তলোয়ার যুদ্ধ ও মার্শাল আর্টসে উৎসাহী। তবে ওই যুবকের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এমনকি নিজের বসবাসের এলাকা দক্ষিণ-পূর্ব সেন্ট-ভ্যালিয়ের শহরের বাসিন্দারাও ট্যারেলকে ঝামেলা সৃষ্টিকারী নন বলে বর্ণনা করেছেন।
এর আগে ২০১৬ সালে ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালীন একবার ডিম হামলার শিকার হয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই সময় শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে দেশটির কট্টর-বামপন্থী ট্রেড ইউনিয়নের সদস্যদের ডাকা ধর্মঘট থেকে ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
সূত্র: আলজাজিরা
টিএম