আফগানিস্তানে তীব্র সংঘাতে দু’দিনে নিহত ১১৯
মার্কিন সৈন্য প্রত্যাহারের পর তীব্র সহিংসতার মুখোমুখি হয়েছে যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান। স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, দেশটিতে মাত্র দু’দিনে (৩ ও ৪ জুন) অন্তত ১১৯ জনের প্রাণহানি ঘটেছে; যাদের ১০২ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য।
স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজ বলছে, ওই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর আরও ১৯৬ সদস্য আহত হয়েছেন। হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য দিলেও নিজের নাম প্রকাশে অনীহা জানিয়েছেন ওই কর্মকর্তা।
একই সময়ে সহিংসতায় জঙ্গিগোষ্ঠী তালেবানের প্রায় সমান হতাহতের ঘটনা ঘটলেও আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ৩ জুন ৮টি প্রদেশে আফগান প্রতিরক্ষা অভিযানে তালেবানের ১৮৩ সদস্য নিহত হয়েছেন। পরের দিন ছয়টি প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও ১৮১ তালেবান সদস্যের প্রাণ গেছে। তবে তালেবান তাদের সদস্যদের প্রাণহানির এই তথ্য অস্বীকার করেছে।
বিশ্লেষকরা বলছেন, দু’দিনের সংঘাতে হতাহতের এই ঘটনা দেশটির নাজুক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যেকদিন গড়ে অন্তত ১০টি প্রদেশে সংঘর্ষের ঘটনা ঘটছে।
দেশটির সংসদের নিম্নকক্ষের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনের প্রধান খান আঘা রেজায়ি বলেছেন, প্রত্যেকদিন ২৪ থেকে ২৭টি প্রদেশে সংঘর্ষ হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণহানি বৃদ্ধি পেয়েছে। তবে তা তালেবানের প্রাণহানির তুলনায় কম।
ফারিয়াবের প্রাদেশিক পরিষদের একজন সদস্য বলেছেন, গত ২৪ ঘণ্টায় ফারিয়াবে বেশ কয়েকটি ফ্রন্টে তীব্র সহিংসতা হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে এক ডজন সদস্য নিহত হয়েছেন।
এসএস