ভারতে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম
ভারতের পশ্চিমবঙ্গে বাড়ছে পেঁয়াজের দাম। ভারতীয় মুদ্রায় প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা করে কিনতে হচ্ছে। কেজিতে অন্তত ১০ টাকা করে বেড়েছে।
জানা গেছে, ভারতে গত বছরও একটা নির্দিষ্ট সময়ে পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম বেড়েছিল। ব্যবসায়ীরা বলছেন, ওই দুই বছরের মূল্যবৃদ্ধির কারণ আলাদা। তবে, এ বছর পেঁয়াজের দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে পেঁয়াজের স্টক আপাতত শেষ। এখন বাজারে পেঁয়াজ বলতে যা আছে তার পুরোটাই মহারাষ্ট্র থেকে আনা। করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আনতে পরিবহণের খরচ হচ্ছে বেশি। তাছাড়া প্রতিদিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। সেই দাম যোগ হচ্ছে দ্রব্যমূল্যের সঙ্গে। শুধু পেঁয়াজ নয়, অন্যান্য তরকারির দামও ডিজেলের মূল্য বৃদ্ধির কারণেই বাড়তে পারে।
পশ্চিমবঙ্গের এক পেঁয়াজ বিক্রেতা বলছেন, এ বছর ঝড়ের গতিতে পেঁয়াজের মজুদ শেষ হয়ে গেল। এখন পেঁয়াজ মানেই ভরসা নাসিক। সেই কারণেই খুচরা বাজারে হঠাৎ এমন দাম বৃদ্ধি। পেঁয়াজের দাম এক দিনেই কেজি প্রতি ১০ টাকা বেড়েছে। পেঁয়াজ কিনতে ৩০০ টাকা বেশি দাম দিতে হচ্ছে। আগে যে পেঁয়াজ ৮০০-৯০০ টাকায় কিনতাম এখন তা ১২০০ টাকায় কিনতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের ডামাডোলে মধ্যেই জ্বালানি ও পেঁয়াজের মজুদ না থাকায় বাড়ছে পেঁয়াজের দাম।
ওএফ