কাবুলে বাসে বোমা হামলা, নিহত ৪
আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় চার জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার (৩ জুন) কাবুলের একটি মিনিবাসে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে আফগান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বার্তাসংস্থাটি জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে গত দুই দিনের এটা নিয়ে তৃতীয়বার হামলার ঘটনা ঘটল। দেশটিতে অবস্থান করা সেনাদের যুক্তরাষ্ট্র সরিয়ে নেওয়ার কারণে সামনের মাসগুলোতে এ ধরনের হামলা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাসহ সকল বিদেশিকে সেনাকে পুরোপুরি সরিয়ে নেওয়ার কাজ চলছে।
আফগান পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানিয়েছেন, রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমের একটি এলাকায় রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে। এলাকাটিতে মূলত শিয়া জনগোষ্ঠীর মানুষই বেশি বসবাস করে।
কোনো সংগঠন বা উগ্রবাদী গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। এর আগে চলতি সপ্তাহে কাবুলে পর পর দুটি বাসে হামলায় কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হন। ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর ঘনিষ্ঠ একটি আফগান সংগঠন ওই হামলা চালিয়েছিল।
সূত্র: এএফপি
টিএম