ভারত থেকে পলাতক ব্যাংক লুটপাটকারী বেলজিয়ামে গ্রেপ্তার

জাল-জালিয়াতির মাধ্যমে ভারতের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া ব্যবসায়ী মেহুল চোকসিকে গ্রেপ্তার করেছে বেলজিয়ামের পুলিশ। ভারতের অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
মেহুল চোকসি ও তার ভাগ্নে নীরব মোদি ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৩ হাজার ৮৫০ কোটি টাকার জালিয়াতি করেছেন বলে অভিযোগ রয়েছে। সিবিআই সূত্র জানিয়েছে, তাদের অনুরোধে বেলজিয়াম পুলিশ গত শনিবার মেহুল চোকসিকে গ্রেপ্তার করে। বর্তমানে কারাগারে আছেন মেহুল।
ইকনমিক টাইমস জানিয়েছে, ২০১৮ ও ২০২১ সালে মুম্বাইয়ের আদালতের জারি করা দুইটি গ্রেপ্তারি পরোয়ানা বেলজিয়াম কর্তৃপক্ষকে দেয়া হয়েছিল।
তবে চোকসি এই গ্রেপ্তারির বিরুদ্ধে আদালতে আবেদন জানাতে পারেন। চোকসি ও তার ভাগ্নে নীরব মোদি সিবিআই ও নিজেদের হেফাজতে নিতে চায়।
২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারি সামনে আসার পর মেহুল ও নীরব দেশ ছেড়ে পালান। দীর্ঘদিন তারা অ্যান্টিগা ও বারবুডায় ছিলেন।
গত মাসে বেলজিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মেহুল চোকসি তাদের দেশে আছেন। মিডিয়া প্রতিবেদন অনুসারে, মেহুলের স্ত্রী প্রীতি চোকসি বেলজিয়ামের নাগরিক। মেহুল বেলজিয়ামের রেসিডেন্সি পারমিট জোগাড় করার পরই সেখানে যান।
ভারত থেকে পালিয়ে মেহুল অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব নিয়েছিলেন। পরে দেখা যায়, মেহুল ডোমিনিকান রিপাবলিকে আছেন।
২০২৪ সালের ডিসেম্বরে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বলেছিলেন, চোকসির মতো ব্যক্তিদের ২২ হাজার ২৮০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করে বা বাজেয়াপ্ত করে ঋণ মেটানো হয়েছে।
ভারতের আশা, এখন বেলজিয়াম থেকে চোকসিকে দেশে ফেরানো সম্ভব হবে। সেই চেষ্টাই শুরু করেছে ভারতের সংস্থাগুলি।
এসএমডব্লিউ