ভারতীয় মাতাল যাত্রীর কাণ্ড, সহযাত্রীর শরীরে করলেন মূত্রত্যাগ

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে থাইল্যান্ডের ব্যাংককগামী এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে মাতাল যাত্রীর কাণ্ড ঘিরে তোলপাড় তৈরি হয়েছে। মদ্যপ এক যাত্রী বিমানে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করে দিয়েছেন বলে অভিযোগ ঘিরে ব্যাপক তোলপাড় তৈরি হয়েছে ভারতে। আর যে যাত্রীর বিরুদ্ধে সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করার অভিযোগ উঠেছে তিনি ভারতীয় নাগরিক।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া মদ্যপ ওই যাত্রীর এমন কাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন পরিস্থিতিতে ভারতীয় মদ্যপ ওই নাগরিক সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করেছেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি এয়ার ইন্ডিয়া।
এনডিটিভি বলেছে, এয়ার ইন্ডিয়ার এআই-২৩৩৬ ফ্লাইটে ছিলেন ওই মদ্যপ যাত্রী। তিনি ফ্লাইটের সহযাত্রী একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের শরীরে মূত্রত্যাগ করে দিয়েছেন।
পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয় এবং এয়ার ইন্ডিয়া আক্রান্ত যাত্রীকে ব্যাংককে সহায়তা করার প্রস্তাব দেয়। এই ঘটনায় অভিযুক্ত মাতাল যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, ব্যাংককে ফ্লাইটটি অবতরণের পর এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আক্রান্ত যাত্রীকে সহায়তার প্রস্তাব দিলেও তিনি তা নিতে অস্বীকৃতি জানান।
এই ঘটনার বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু বার্তা সংস্থা এএনআইকে বলেন, কর্মকর্তারা বিমান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, ‘‘এই ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় নোট নেয়। তারা বিমান সংস্থার সঙ্গে কথা বলবে এবং যদি যাত্রীর সঙ্গে কোনও অন্যায় আচরণ করা হয়ে থাকে, তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’’
এয়ার ইন্ডিয়া বলেছে, ফ্লাইটের ক্রুরা বিমানে এই ঘটনার সময় সব ধরনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেছিলেন।
সূত্র: এনডিটিভি।
এসএস