দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন: মন্ত্রিসভা

টানা তিন মাসেরও বেশি সময় ধরে টালমাটাল পরিস্থিতির পর অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনে তারিখ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার দেশটির মন্ত্রিসভা জানিয়েছে, আগামী ৩ জুন হবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন।
সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজ।
গত ৩ ডিসেম্বর দেশজুড়ে সামরিক আইন জারি করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। পরে ১৪ ডিসেম্বর তাকে অভিশংসন ও দেশের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেয় দেশটির সাংবিধানিক আদালত।
বর্তমানে দেশটিতে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছেন হ্যান ডাক সু। দেশটির সংবিধানের অনুসারে প্রেসিডেন্টের অপসারণের পর ৩ মাসের মধ্যে নির্বাচনের আয়োজনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার বিধান রয়েছে। সেই হিসেবে ইউন বিদায় নিয়েছেন চার মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে।
এদিকে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করার কারণ নেই। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যেদিন ঘোষণা করবেন, সেদিনই নির্বাচন হবে।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ