সৌদি স্টক মার্কেট পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন

বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাবে সৌদি আরবের স্টক এক্সচেঞ্জ রোববার (৬ এপ্রিল) দিনের লেনদেন শেষ করেছে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মাধ্যমে। দ্রুত পতনে তাদাউল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) ৬.৭৮ শতাংশ কমে গেছে, যার ফলে সূচক থেকে ৮০০ পয়েন্টের বেশি মুছে গেছে। খবর- গালফ নিউজ।
সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানিয়েছে, এই পতনকে ‘কোভিড-১৯ মহামারির শুরুর পর সর্বোচ্চ দৈনিক ক্ষতি’ হিসেবে গণ্য করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বাণিজ্য শুল্ক এবং ভূরাজনৈতিক উদ্বেগ বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে, যার প্রভাব সৌদি আরবের পুঁজিবাজারেও পড়েছে।
আরও পড়ুন
বিশ্ব অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে সৌদি বাজারে এমন পতন বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞদের মতে, যদি বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা না যায়, তাহলে সৌদি স্টক মার্কেটের পতন আরও দীর্ঘস্থায়ী হতে পারে।
এমএসএ