মার্কিনিদের সতর্ক করে ট্রাম্প বললেন, লড়াই সহজ হবে না

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যে শুল্ক আরোপ করেছেন, তার প্রভাব আমেরিকানদের জীবনকেও বিষিয়ে তুলতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। তবে তার নতুন এই শুল্ক নীতিতে আমেরিকায় ঐতিহাসিক বিনিয়োগ ও সমৃদ্ধির বিষয়েও আশা প্রকাশ করেছেন ট্রাম্প।
মার্কিন ব্যাপক শুল্ক নীতি কার্যকর হওয়ার পরপরই শনিবার তিনি এই মন্তব্য করেছেন। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি বৈশ্বিক অর্থনীতিকে বিপর্যস্ত করার পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিশোধমূলক শুল্ক আরোপের কারণে বৈশ্বিক বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে বিশ্লেষকরা শঙ্কার কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা নীরবে অসহায়ের মতো বেত্রাঘাতের শাস্তি ভোগ করেছি। তবে আর নয়। আমরা এমনভাবে চাকরি এবং ব্যবসা ফিরিয়ে আনছি; যা অতীতে কখনই দেখা যায়নি।
তিনি বলেন, এটি একটি অর্থনৈতিক বিপ্লব এবং আমরা জিতব। তবে এটি সহজ হবে না। যদিও শেষ ফলাফল হবে ঐতিহাসিক।
শনিবার স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরপরই ১০ শতাংশ ‘বেসলাইন’ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো এবং কানাডার পণ্য ব্যতীত বেশিরভাগ মার্কিন আমদানিতে এই শুল্ক কার্যকর করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সমাধানে জরুরি নির্বাহী অর্থনৈতিক ক্ষমতার ব্যবহার করে এই শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
হোয়াইট হাউস বলেছে, বাণিজ্য ব্যবধান মূলত পারস্পরিক সম্পর্ক ও অতিরিক্ত মূল্য সংযোজন করের মতো অন্যান্য নীতিগুলোর অনুপস্থিতির কারণে ওই বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।
আগামী ৯ এপ্রিল থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান এবং চীনসহ মার্কিন প্রায় ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশ যুক্তরাষ্ট্রের উচ্চ হারের শুল্কের মুখোমুখি হতে চলেছে। ইতোমধ্যে চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প; যা আগামী সপ্তাহে কার্যকর হবে। তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পাল্টায় বেইজিংও ১০ এপ্রিল থেকে মার্কিন পণ্যে ৩৪ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছে।
বেইজিং বলেছে, তারা ট্রাম্পের এই শুল্ক আরোপের ঘটনায় বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা হবে। একই সঙ্গে জরুরি মেডিকেল ও ইলেকট্রনিক্স প্রযুক্তিতে ব্যবহৃত বিশ্বের বিরল উপাদানগুলোর আমেরিকায় রপ্তানি সীমিত করবে চীন।
সূত্র: এএফপি।
এসএস