সাংবাদিককে ডেকে স্বেচ্ছায় মৃত্যুবরণ বৃদ্ধের, যা দেখলেন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন ওয়েন হকিন্স নামের এক বৃদ্ধ। নিজের মৃত্যু দেখতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিকদের ‘আমন্ত্রণ’ জানিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
এক সাংবাদিক জানিয়েছেন, বৃদ্ধের বাড়িতে যাওয়ার পর তিনি বমি প্রতিরোধক তিনটি ট্যাবলেট খান। যেন মৃত্যুর সময় তার বমি না হয়। মূলত মৃত্যুর জন্য তিনি উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ খাবেন। সেটির প্রভাবে তার বমি হয়ে যেতে পারে।
বমি প্রতিরোধক ওষুধ খেয়ে এই বৃদ্ধ তার পরিবারের সব সদস্যকে নিয়ে একটি ছবি তোলার অনুরোধ করেন। যা রাখা হয়।
বিজ্ঞাপন
এর কিছুক্ষণ পর ডনি মুর নামে এক চিকিৎসক আসেন। তিনি বৃদ্ধের পরিবারকে গত কয়েক সপ্তাহ ধরে চেনেন। কারণ এই বৃদ্ধ স্বেচ্ছায় মৃত্যুবরণের সিদ্ধান্ত নিয়েছেন কি না সেটি নিশ্চিত হতে এর আগে আরও কয়েকবার তার বাড়িতে গিয়েছিলেন। ডনি মুর ১৫০টিরও বেশি স্বেচ্ছায় মৃত্যুবরণে সহায়তা করেছেন।
বিবিসির এ সাংবাদিক বৃদ্ধের শোবার ঘরে ধূসর রঙের একটি বোতল দেখতে পান। যেটির ভেতর ছিল সাদা ধবধবে পাউডার। এগুলো মূলত পাঁচটি ওষুধের মিশ্রন। সাধারণ যে ওষুধ থাকে, এগুলো তা-ই। তবে এখানে রয়েছে কয়েকশ গুণ পরিমাণ বেশি ওষুধ। আর এই পাউডারটি খেলে যে কারও মৃত্যু হবে।
বিজ্ঞাপন
বৃদ্ধ ওয়েন যখন বলেন তিনি মৃত্যুর জন্য প্রস্তুত, তখন চিকিৎসক ডনি মুর ওষুধের পাউডারগুলো চেরি ও আনারসের জুসের সঙ্গে মিশ্রন করেন। যেন এটি খেতে তার তেঁতো না লাগে। এরপর তিনি বৃদ্ধের হাতে ওষুধের মিশ্রনটি তুলে দেন।
তবে মৃত্যু হতে কত সময় লাগবে সেটি কেউ নিশ্চিত করে বলতে পারেন না। চিকিৎসক ডনি মুর জানিয়েছেন, তিনি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছেন ওষুধটি গ্রহণের ৩০ মিনিট থেকে দুই ঘণ্টার মধ্যে মৃত্যু হয়। তবে একজন এ ওষুধ গ্রহণের পর ১৭ ঘণ্টা পর্যন্ত বেঁচে ছিলেন।
বিবিসির এ সাংবাদিক আরও জানিয়েছেন, বৃদ্ধের স্বেচ্ছায় মৃত্যুর কয়েক সপ্তাহ আগে তার বাড়িতে গিয়েছিলেন তারা। ওই সময় বৃদ্ধ তাদের জানিয়েছিলেন, তিনি গুরুতর অসুস্থ। হৃদরোগ, লিভারে সমস্যা, সেপসিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, তিনি হয়ত আর ছয় মাস বাঁচবেন। কিন্তু হাসপাতালে যেন ভর্তি হতে না হয়, এজন্য স্বেচ্ছায় মৃত্যুবরণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চান না তার মুখে নল লাগানো থাকুক। পাইপের মাধ্যমে খাবার খাওয়ানো হোক। তিনি বলেন, গুরুতর অসুস্থ হওয়ায় ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী স্বেচ্ছায় মৃত্যুর সুযোগ পেয়েছেন তিনি।
সূত্র: বিবিসি
এমটিআই