ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাতে প্রশিক্ষণ বিমানটি দেশটির গুজরাটের জামনগর বিমান বাহিনী স্টেশনের কাছে বিধ্বস্ত হয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রশিক্ষণ বিমানটি জামনগর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুভারদা গ্রামের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়েছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে একজন পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। অন্যজনকে গ্রামবাসীরা মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন।
— The Times Of India (@timesofindia) April 2, 2025
আরও পড়ুন
ওই কর্মকর্তা বলেন, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীসহ জরুরি কর্মীদের দল মোতায়েন করা হয়েছে। বিমানে থাকা দ্বিতীয় পাইলট মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপরই ঘটনাস্থলে ঘন ধোঁয়া দেখেছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এসএসএইচ