মেট্রোরেলে বসার আসন নিয়ে বাগ্বিতণ্ডা, ভিডিও ভাইরাল

বসার সিট থেকে দাঁড়ানোর জায়গা, দরজার সামনে দাঁড়ানো, ঠেলাঠেলি—মেট্রোরেলে কথাকাটির চিত্র যাত্রীদের অজানা নয়। তবে এবার মেট্রোর মধ্যে বসার জায়গা নিয়ে তর্কাতর্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লির জনকপুরী পশ্চিম মেট্রোরেল স্টেশনের কাছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, মেট্রোরেলের সাধারণ আসনে বসে থাকা এক পুরুষ যাত্রীকে উঠে যেতে বলেন এক নারী যাত্রী। নারীদের জন্য সংরক্ষিত আসন না হলেও তাকে উঠে যেতে বলেন তিনি।
কিন্তু আসনটি নারীদের জন্য সংরক্ষিত না হওয়ায় উঠে যেতে অস্বীকৃতি জানান পুরুষ যাত্রী। এরপরই শুরু হয় কথার লড়াই; যা মুহূর্তেই নজর কাড়ে আশপাশের যাত্রীদের।
আরও পড়ুন
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লির মেট্রোরেলের সাধারণ আসনে বসে ছিলেন পুরুষ যাত্রী। নারী যাত্রী তাকে উঠে যেতে বললে তিনি সরাসরি না করে দেন। এরপরই ওই নারীর সঙ্গে আরও কয়েকজন যুক্ত হয়ে তার সঙ্গে তর্কে জড়ান। তবে যুবক উত্তপ্ত না হয়ে বরং অদ্ভুত ভঙ্গিতে হাসতে হাসতে উত্তর দিতে থাকেন।
তর্ক-বিতর্কের এক পর্যায়ে এক নারী যাত্রী তাকে সতর্ক করে বলেন, আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন! তখন ওই পুরুষ যাত্রী নির্লিপ্ত ভঙ্গিতে জানান, এসব তিনি গায়ে মাখেন না। পাল্টা বলেন, আপনারা পুরো ট্রেনে অযথা হট্টগোল করছেন, বরং একটু ভদ্রতা দেখান।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভিডিও নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, নারীদের সব জায়গায় ‘‘ফিমেল-কার্ড’’ খেলার অভ্যাস বন্ধ হওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন, পুরুষ যাত্রীর সৌজন্যতা দেখানো উচিত ছিল।
এআইএস