সৌদির প্রতিবেশী ওমানে রোজা ৩০টি, ঈদ সোমবার

ইসলামের পবিত্র স্থান সৌদিতে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। দেশটির মানুষ কাল রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবেন। সৌদির পাশপাশি কাতার, আমিরাতও রোববার ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে।
বিজ্ঞাপন
তবে সৌদির প্রতিবেশী ওমান আজ চাঁদ দেখা যায়নি। দেশটির সরকার সোমবার ঈদ শুরুর ঘোষণা দিয়েছে। সৌদি ও ওমানে গত ২৮ ফেব্রুয়ারি একইসঙ্গে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে গত ১ মার্চ থেকে উভয় দেশেই রমজান মাস শুরু হয়েছিল।
ওমানের সংবাদমাধ্যম টাইমস অব ওমান এক প্রতিবেদনে জানিয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কমিটি শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার বৈঠকে বসে। চাঁদ যেহেতু দেখা যায়নি তাই তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে।
বিজ্ঞাপন
সূত্র: টাইমস অব ওমান
এমটিআই