বিদায়ের পথে রমজান, শেষ দিনগুলোর চাঁদ দেখা গেল আকাশে

মহিমান্বিত মাস রমজান, দেখতে দেখতে চলো এলো শেষের পথে। এরমধ্যে রমজানের শেষ দিনগুলোর অর্ধচন্দ্রের দেখা মিলেছে সংযুক্ত আরব আমিরাতে। শুক্রবার (২৮ মার্চ) আবুধাবি থেকে চাঁদটির ছবি তোলা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।
বিজ্ঞাপন
দুপুরে আল খাতাম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ছবিটি তোলা হয়। ওই সময় চাঁদটি সূর্য থেকে ১৬ ডিগ্রি দূরে অবস্থান করছিল।
এই কেন্দ্রটি সবসময় চাঁদ পর্যবেক্ষণ করে থাকে। এরই অংশ হিসেবে এই চাঁদটির ছবি তোলা হয়েছে।
বিজ্ঞাপন
রমজানের শেষ দিনগুলোর এ চাঁদের সঙ্গে শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে আল খাতাম জ্যোতির্বিদ্যা কেন্দ্র। কাল শনিবার আমিরাতে ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। এদিন দেশটির সাধারণ মানুষকে খালি চোখে চাঁদ দেখতে বলা হয়েছে। এছাড়া সৌদি আরবেও কাল চাঁদের অনুসন্ধান করা হবে।
সূত্র: গালফ নিউজ
এমটিআই