কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে চীন-ভারত

আগামী ২৮ তারিখ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে কানাডায়। দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের (সিস) দাবি, আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের পরিকল্পনা রয়েছে চীন এবং ভারতের।
বিজ্ঞাপন
সোমবার রাজধানী অটোয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিসের উপ পরিচালক ভানেসা লয়েড এ প্রসঙ্গে বলেন, “আমরা জানতে পেরেছি যে চীন তার এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগামী নির্বাচনে কানাডার গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে আরও তথ্য রয়েছে যে ভারতের কেন্দ্রীয় সরকারও কানাডার গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য তার গোয়েন্দা সক্ষমতার ব্যবাহর ও কানাডায় বসবাসরত ভারতীয় কমিউনিটির মধ্যে তৎপরতা চালাতে আগ্রহী।”
প্রসঙ্গত, চীন এবং ভারত— এশিয়ার এই দুই বৃহৎ শক্তির সঙ্গে কানাডার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়। চলতি মাসেই কানাডার কৃষি ও খাদ্যপণ্যের পর ২৬০ কোটি ডলারেরও বেশি শুল্ক আরোপ করেছে চীন। এর আগে অবশ্য চীনের বৈদ্যুতিক গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক জারি করেছিল।
বিজ্ঞাপন
অন্যদিকে ভারতের সঙ্গে কানাডার দ্বন্দ্বের শুরু খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার পর থেকে। কানাডার অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসি উইং এ হত্যাকাণ্ডের জন্য দায়ী, কিন্তু ভারত এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
২০২৩ সালে ঘটা এই হত্যাকাণ্ড নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছিল ভারত ও কানাডার মধ্যে, তা এখনও শেষ হয়নি। উভয়ই নিজ নিজ অবস্থানে এখনও অটল।
বিজ্ঞাপন
এদিকে কানাডার এই সন্দেহ নিয়ে আরও তথ্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। ওই মুখপাত্র বলেন, “কানাডার অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে বেইকিংয়ের কখনও আগ্রহ ছিল না, এখনও নেই।”
অটোয়ায় ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স। তবে দূতাবাসের কোনো কর্মকর্তা এ ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ