ইসরায়েলে হামলায় নিহত অন্তত ১

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি বাস স্টান্ডে ছুরিকাঘাত ও গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও একজন। সোমবার ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা দ্য মেগান ডেভিড অ্যাডম হামলায় হতাহতের এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলি পুলিশ বলেছে, হামলাকারীর বয়স ২৫ বছর। তিনি একটি আরব দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ইসরায়েলি নাগরিক। হামলাকারী তরুণ বাস স্টান্ডে দাঁড়িয়ে থাকা ইসরায়েলি সৈন্যদের ওপর গাড়ি চালিয়ে দেন। পরে গাড়ি থেকে নেমে সেখানে নির্বিচারে ছুরিকাঘাত করেন।
এরপর ওই এলাকায় পথচারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। এতে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দ্য মেগান ডেভিড অ্যাডম। হামলায় ২০ বছর বয়সী এক তরুণ আহত হয়েছেন। তাকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসরায়েলের জরুরি সেবাকর্মীরা বলেন, এক তরুণের চিকিৎসা করা হয়েছে যিনি গাড়ির আঘাত পেয়েছেন এবং হামলায় তার দেহে ক্ষতের সৃষ্টি হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় বাস স্টান্ডে দাঁড়িয়ে থাকা সৈনিকরা গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পুলিশ সদস্যরা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেছেন।
সূত্র: রয়টার্স।
এসএস