যুক্তরাষ্ট্রে টি-শার্ট স্যান্ডো গেঞ্জি রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের অনেক মানুষ টি-শার্ট বা স্যান্ডো গেঞ্জি পরে থাকতে ভালোবাসেন বা আরামবোধ করেন। দেশটির মানুষের গায় যেসব টি-শার্ট, স্যান্ডো গেঞ্জি দেখা যায় সেটির বড় একটি অংশই উৎপাদিত হয় বাংলাদেশে।
বিজ্ঞাপন
ফ্যাশন বিষয়ক ওয়েবসাইট ফাইবার২ফ্যাশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি টি-শার্ট রপ্তানি করে নিকারাগুয়া। এরপরই রয়েছে বাংলাদেশ। এরপর যথাক্রমে আছে হন্ডুরাস, ভারত, ভিয়েতনাম ও চীন।
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির দিক দিয়ে চীন এগিয়ে থাকলেও সুতির টি-শার্ট রপ্তানিতে তারা শীর্ষ পাঁচ দেশের মধ্যে নেই। এর অন্যতম কারণ হতে পারে চীন অন্যান্য পোশাকের ওপর বেশি গুরুত্ব দেয়। অথবা যুক্তরাষ্ট্রের লাতিন আমেরিকান বাণিজ্যিক মিত্রদের মধ্যে এই পণ্যের চাহিদা বেশি।
বিজ্ঞাপন
বাংলাদেশের এই পণ্য যুক্তরাষ্ট্রে কেন জনপ্রিয়?
ফাইবার২ফ্যাশন জানিয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৫৩৭ দশমিক ৪২ মিলিয়ন ডলারের টি-শার্ট ও সেন্ডো গ্যাঞ্জি রপ্তানি করেছে। এরমধ্যে পণ্যের গুণগত মান যাচাইয়ের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বেশ শক্তিশালী। এতে করে প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশ ভালো পণ্য দিতে পারে। তবে মার্কিন বাজারে প্রবেশ করতে বাংলাদেশের এসব পণ্যের ১৬ দশমিক ৫ শতাংশ শুল্ক দিতে হয়। যা দেশের পণ্যের দাম সহনীয় রাখার ক্ষেত্রে প্রভাব পড়ছে। তা সত্ত্বেও বাংলাদেশ শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। যেখানে শীর্ষস্থানে থাকা নিকারাগুয়ার পণ্যে কোনো শুল্ক নেই।
বিজ্ঞাপন
বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিদের অবস্থান দেখে নিন এক নজরে-
সূত্র: ফাইবার২ফ্যাশন
এমটিআই