মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল, লাদাখ-কাশ্মিরজুড়ে কম্পন

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতশাসিত জম্মু ও কাশ্মির ও লাদাখের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল।
শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যম বলছে, মধ্যরাতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল বলে ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে।
— Hindustan Times (@htTweets) March 14, 2025
হিন্দুস্তান টাইমস বলছে, রাত ২টা ৫০ মিনিটে লাদাখ এবং জম্মু ও কাশ্মিরের বিস্তীর্ণ এলাকাজুড়ে হঠাৎই কম্পন অনুভূত হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
— National Center for Seismology (@NCS_Earthquake) March 13, 2025
প্রসঙ্গত, লাদাখ অঞ্চলটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জোন ৪’-এর মধ্যে পড়েছে। কোনও অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা কতটা রয়েছে, তার ওপর নির্ভর করে এই অঞ্চলগুলোকে ভাগ করা হয়।
আরও পড়ুন
মূলত হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত লাদাখ এমনতেই ভূকম্পনপ্রবণ। প্রায়ই সেখানে ভূমিকম্পের ঘটনাও ঘটে থাকে।
টিএম