করোনায় মৃতদের দেহ নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও
কয়েক সপ্তাহ আগে বিশ্বজুড়ে গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল ভারত; এর নেপথ্যে ছিল দেশটিতে করোনাভাইরাসে মৃতদের নদীতে ভাসিয়ে দেওয়া এবং গঙ্গার ধারে শত শত লাশ পুঁতে ফেলার ঘটনা। এবার দেশটির উত্তরপ্রদেশের একটি নদীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মরদেহ ছুঁড়ে ফেলার একটি রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এনডিটিভি বলছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মরদেহ নদীতে না ফেলতে কয়েকটি উত্তরাঞ্চলীয় প্রদেশকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলোর কাছে লেখা এক চিঠিতে কেন্দ্রীয় সরকার নদীতে লাশ ছুঁড়ে ফেলার চর্চা রোধে নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে টহল বৃদ্ধির আহ্বানও জানিয়েছে।
সচেতনতার অভাব ও সৎকারের অর্থের জোগানে ব্যর্থ হয়ে করোনায় মৃত স্বজনদের লাশ নদীতে ফেলতে বাধ্য হচ্ছেন অনেক ভারতীয়।
সর্বশেষ উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত রোগীর মরদেহ নদীতে ছুঁড়ে ফেলার যে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তা গত ২৮ মে প্রদেশের বলরামপুর জেলায় ধারণ করা হয়। ওইদিন দুই ব্যক্তিকে রাপ্তি নদীর ওপর নির্মিত একটি সেতু থেকে একজনের লাশ নদীতে ছুঁড়ে ফেলতে দেখা যায়। ওই দুই ব্যক্তির একজন ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) পরিহিত ছিলেন।
চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গার ধারে শত শত লাশ ভেসে আসে। শুধুমাত্র বুক্সার জেলাতেই গঙ্গার তীরবর্তী অঞ্চল থেকে ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়; যাদের সবাই করোনায় মারা গেছেন।
পরবর্তীতে বলরামপুর জেলার প্রধান মেডিক্যাল কর্মকর্তা নদীতে ছুঁড়ে ফেলা ব্যক্তি করোনায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। স্বজনরাই লাশটি নদীতে ফেলার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন তিনি। ওই দুই ব্যক্তির হাতে যারা কোভিড আক্রান্ত রোগীর মরদেহ তুলে দিয়েছেন, সেই স্বজনদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া গঙ্গার বালুর চরে আরও হাজার হাজার লাশ পুঁতে রাখতে দেখা যায়। এসব লাশের হাত-পা মাটির ওপরে বেরিয়ে আসায় গঙ্গার তীর ঘেঁষে কুকুর, শেয়াল, চিল ও শকুনের উৎপাতও বেড়ে যায়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ভারতে ৩ লাখ ২৫ হাজার ৯৭২ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন।
এসএস