১১ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল, এর মধ্যে ১১টি দেশের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই খবরটি জানিয়েছে।
ঘোষণা অনুযায়ী আগামীকাল রোববার থেকে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স ও জাপান থেকে আসা ভ্রমণকারীরা সৌদি আরবে প্রবেশ করার অনুমতি পাবেন।
তবে এসব দেশে থেকে সৌদিতে যাওয়ার পর নিয়ম অনুযায়ী তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। উল্লিখিত দেশগুলোয় এখন করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
এএস